আব্দুল মতিন খসরুর ঢাকায় ২টি ও নির্বাচনি এলাকায় ৩ টি জানাজা অনুষ্ঠিত হবে

অন্যান্য

কুমিল্লা প্রতিনিধি :
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মতিন খসরু’র ৫টি জানাজা অনুষ্ঠিত হবে আজ।

প্রথম জানাজা সকাল সাড়ে ৮ টায় ঢাকা বক্সী বাজার, আলিয়া মাদ্রাসা মাঠ, দ্বিতীয় জানাজা সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গন, তৃতীয় জানাজা যোহর নামাজের পর, বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ, চতুর্থ জানাজা বিকাল ৪ টায় ব্রাহ্মণপাড়া ভগবান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ, পঞ্চম জানাজা আছর নামাজের পর, মরহুমের নিজ গ্রামের বাড়ী মিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ, ব্রাহ্মণপাড়া।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আবদুল মতিন খসরু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একাধারে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.