আদমদীঘিতে প্রণোদনার সার-বীজ পেলেন ৫০০ জন কৃষক

অন্যান্য

মুক্তারুজ্জামান আদমদিঘী থেকে :
চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে উফশী আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার আদমদীঘিতে ক্ষুদ্র ও প্রান্তিক ৫০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ জুন) দুপুরে আদমদীঘি উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যের এসব সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।

উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ দিপ্তী রাণী রায়, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন শেখসহ ১৯ ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, এবছর উপজেলার মোট ৫০০ জন কৃষকের মাঝে উফশী আমন প্রণোদনা বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি এবং হাইব্রিড আমন মৌসুমের জন্য প্রত্যেক কৃষককে ২ কেজি হাইব্রিড বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.