আজ বামজোটের হরতাল পালনে পথসভা ও প্রচারণা

রাজনীতি

মোঃইফাজ খাঁ,হবিগঞ্জ থেকে :
জ্বালানী তেল, পেট্টোল, অকটেন, ইউরিয়া সার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও গাড়ী-ভাড়া কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট ও ৯ সংগঠনের আহবানে আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধবেলা সারাদেশব্যাপী হরতাল। হরতাল পালনের জন্য আজ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বামজোট হবিগঞ্জ জেলার উদ্যোগে শায়েস্তানগর, আরডি হল প্রাঙ্গনে পৃথক পৃথক পথসভা ও লিফলেট বিতরণ করে প্রচারণা করা হয়। বামজোটের নেতা সিপিবি হবিগঞ্জ জেলার সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-তেল, গ্যাস, বন্দর, বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও বাসদ নেতা কমরেড নূরুল হুদা চৌধুরী শিবলী, সিপিবি’র সিনিয়র সদস্য চৌধুরী মহিবুন্নুর চৌধুরী ইমরান, বাসদ নেতা হুমায়ুন খান, এড. জিলু মিয়া, সিপিবি নেতা প্রভাষক মৃদুল কান্তি রায়, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের নেতা গণি মিয়া, বাসদ মার্কসবাদী নেতা সামছুর রহমান, আব্দুল মজিদ। উপস্থিত ছিলেন বিষ্ণু সরকার, কাজল চক্রবর্তী, জন্টু সরকার, শ্রমিক নেতা ফরিদ মিয়া, ইসমাইল হোসেন মিন্টু, প্রমুখ। পথসভায় বক্তাগণ আগামীকালের হরতাল সকল জনগণ নিজ নিজ অবস্থান থেকে স্বতস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.