স্বাস্থ্য ও ভূমিসেবা খাতে সুশাসন প্রতিষ্ঠায় সনাক কুমিল্লার অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন হালিম সৈকত, কুমিল্লা থেকে :

অন্যান্য

হালিম সৈকত, কুমিল্লা থেকে :
স্বাস্থ্য ও ভূমিসেবা খাতে সুশাসন প্রতিষ্ঠায় চাই জন অংশগ্রহণ এই লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি

(সনাক) কুমিল্লার অ্যাকটিভ সিটিজেন গ্রুপ গঠন কল্পে নগরীর একটি পার্টি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ আগষ্ট বুধবার সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলার সহকারি কনিশনার (ভূমি) মৌসুমি আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও সাবেক সিভিল সার্জন মুজিবুর রহমান, সনাক কুমিল্লার সাবেক সভাপতি বদরুল হুদা জেনু, শাহ মো: আলমগীর খান, বর্তমান সভাপতি রোকেয়া বেগম শেফালী,

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক অফিসার ডা: মো: শরিফুল ইসলাম, টিআইবি চট্টগ্রাম বিভাগের ক্লাস্টার কো-অর্ডিনেটর

জসিম উদ্দিন, সনাক সদস্য সেলিনা আক্তার প্রমূখ।

পরে ভূমিসেবা খাতের জন্য মোঃ আবদুল হালিমকে দলনেতা (সমন্বয়ক), আ ছ ম শামচুস সালেকীন ও তানিয়া সুলতানাকে সহ দলনেতা করে ১৬ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। দিদারুল হক রিমনকে দলনেতা করে স্বাস্থ্যসেবা খাতের জন্য ১৭ সদস্য বিশিষ্ট অপর একটি কমিটি গঠন করা হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও আদর্শ সদর উপজেলা ভূমি অফিসের সেবার মান্নোয়নের লক্ষ্যে এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈরিতে কাজ করবে এই দুটি এসিজি। সার্বিক সহযোগিতায় থাকবে সচেতন নাগরিক কমিটি (সনাক)।

Leave a Reply

Your email address will not be published.