সিলেটের জাফলং মোহাম্মদ পুর এলাকা ধ্বংসের মুখে, বিনষ্ট হচ্ছে যুব সমাজ

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
জাফলং মামার বাজারের মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের রমরমা ব্যবসা চলছে দাপটের সঙ্গে কোনো কিছুরই তোয়াক্কা না করে দিন রাত অবিরাম প্রকাশে বিক্রয় হচ্ছে ইয়াবা গাঁজা ফেন্সিডিল ভারতীয় মদসহ নিষিদ্ধ পন্য সামগ্রী। সঙ্গে আরো চলছে পতিতাবৃত্তি আবাসিক এলাকা পাড়া মহল্লায় সমাজের মধ্যে অনৈতিক কার্য্য কলাপ । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করছে স্থানীয় কিছু লোকজন ।

তাদের ভয়ে সমাজের মানুষ কথা বলতে ভয় পায় তাই চোপচাপ বৌ ছেলে মেয়ে নিয়ে দিন জাপান করছেন প্রতিবাদমূখী জনসাধারণ।

কেউ কিছু বললে হামলা মামলার হুমকি দিয়ে দাঁবিয়ে রাখে , এসবের খবর পেয়ে অনুসন্ধানে লামে অনুসন্ধান টিম
এলাকার মানুষের সাথে এ বিষয়ে জানতে চাইলে তাঁরা জানান মোটরসাইকেল নিয়ে বসে থাকে রাস্তায় বাড়ায় চালিত মোটরসাইকেল, পরিচিত হলেও কার্যকলাপ তাদের মাদক ব্যবসায়, কাস্টমার প্যাসেঞ্জার সেজে এসে মোটরসাইকেলে চলে যান তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে দিয়ে আসেন মাদক কারবারি । মাদক ব্যবসায়ী পাথরটিল্লা গ্ৰামের
নছিরের ছেলে হোসেন ঐ গ্ৰামের মজনু ড্রাইবার , ও পাতারুনের মেয়ের জামাই মামুন, বিল্লালের ছেলে শিপন ও তার বড় ভাই সবুজ, পুকুর ছেলে সেলিম, ও লবামিয়ার ছেলে রবিউল লাখেরপাড়ের বিনদু মিয়ার ছেলে সবুজ মিয়া,

এদের প্রত্যেকের নামে পাঁচ ছয়টি মামলা রয়েছে তার পর ও দাপটের সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.