সরকার সুষ্ঠু নির্বাচন চায় না বলেই বিদেশি পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছে : ফখরুল

রাজনীতি

বিশেষ প্রতিবেদক :
সুষ্ঠু নির্বাচন চায় না বলেই বিদেশি পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছে সরকার। বৃহস্পতবিার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন গত ৩০ জানুয়ারী বৃহস্পতবিার এক অনুষ্ঠানে বলেছেন, সিটি নির্বাচনে আচরণবিধি না মানলে বিদেশি কূটনীতিকদের নিজ দেশে ফিরে যাওয়ার অনুরোধ করবে সরকার।
এ বিষয়ে মির্জা ফখরুল বলেছেন, গত জাতীয় নির্বাচনেই তারা পর্যবেক্ষকদের আসতে দেয়নি। নির্বাচনকে নিজেদের পক্ষে নিতে পুরো রাষ্ট্রযন্ত্রকে তারা ব্যবহার করছে। নির্বাচন পর্যবেক্ষণে দেশে থাকা কূটনীতিকদের বাধা দেওয়া হচ্ছে। এতে প্রমাণিত হচ্ছে যে তারা নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাই এ সরকার নষ্ট করে ফেলেছে। নির্বাচন কমিশন অযোগ্যতার পরিচয় দিয়েছে। তারা তাদের স্বাধীনতার প্রয়োগ করতে পারছে না। দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছে না। তিনি আরও বলেন, এত অনিয়ম হয়েছে, প্রায় ১৫ শ এর মতো অভিযোগ দেওয়া হলেও কোনো অভিযোগই ইসি আমলে নেয়নি।

Leave a Reply

Your email address will not be published.