রংপুরের পীরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বসতবাড়িতে হামলা, ভাংচুর

অপরাধ

রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় মোস্তফা (৪২) নামের এক নরসুন্দরের বসতবাড়িতে হামলা চালিয়েছে এক দাদন ব্যবসায়ী। শুক্রবার (২৭ আগষ্ট) জুম্মার নামাজর পূর্বে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা গেছে, অনন্তরামপুর গ্রামের শুকুর আলীর পুত্র দাদন ও মাদক ব্যবসায়ী মাহমুদ ওরফে কালু মিয়া (৩৫)’র নিকট থেকে প্রায় মাসকয়েক পূর্বে একই গ্রামের আব্দুল মান্নান মিয়ার পুত্র নরসুন্দর মোস্তফা মিয়া (৪২) সংসারের প্রয়োজনে ৪ হাজার টাকা দাদনের উপর ধার নেয়। উক্ত টাকার মধ্যে আসলসহ সুদের সাড়ে ৬ হাজার টাকা পরিশোধও করে মোস্তফা। শুক্রবার সকালে আরো ২ হাজার টাকার চাপ দেয় দাদন ব্যবসায়ী মাহমুদ ওরফে কালু মিয়া। এতে মোস্তফা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে উঠে কালু মিয়া। মোস্তফার বাবা আব্দুল মান্নান ছেলের হয়ে কয়েক দিন সময় চেয়ে আকুতি মিনতি করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত কালু মিয়া মোস্তফার ঘরে ঢ়ুকে টিভিসহ ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এ বিষয়ে অভিযুক্ত মাহমুদ ওরফে কালু মিয়ার সঙ্গে যোগাযোগের করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাহমুদ ওরফে কালু মিয়া শুধু দাদন ব্যবসায়ীই নয়, সে একজন পেশাদার মাদক (গাঁজা) ব্যবসায়ীও। নরসুন্দর মোস্তফাকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, বিষয়টি মৌখিক শুনেছি, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.