যশোর মণিরামপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কে ফুলের শুভেচ্ছা

অন্যান্য

এইচ এম বাবুল আক্তার :
মণিরামপুর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (১২ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সভার প্রধান উপদেষ্টা যশোর ৫ মনিরামপুর আসনের এমপি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য,
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি-শিক্ষা,বাল্যবিবাহ,চুরি,ডেঙ্গু,ভ্যাকসিন, মাদক, রাস্তা ঘাট সংস্কার, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মটর সাইকেল না চালানো,নিয়ে আলোচনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়। মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারী কমিশনার ভূমি ও পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হরে কৃষ্ণ অধিকারী, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু , মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূরে-ই-আলম সিদ্দীকি,উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তন্ময় বিশ্বাস সহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ ।
সভার শুরুতে মণিরামপুরের উন্নয়নের কারিগর,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয় এর ঐকান্তিক প্রচেষ্টায় যশোরের মণিরামপুর উপজেলায় ১৯৮.৯৫ কোটি টাকা ব্যয়ে প্রায় ৫০ একর জমিতে আন্তর্জাতিক মানের ” শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, যশোর প্রতিষ্ঠাকরণ” শীর্ষক প্রকল্পটি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দেওয়ায় মনিরামপুর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা প্রশাসন, পৌরসভা, ইউনিয়ন চেয়ারম্যান গণ সহ,মণিরামপুর সরকারি স্কুল-কলেজ শিক্ষক এবং সরকারি সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ একযোগে মন্ত্রী মহদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।

Leave a Reply

Your email address will not be published.