মা আমার মা আশা মনি

অন্যান্য

আনোয়ার হোসেন :
সংসার ভুবনে বড় সাহসিকা
শক্তিতে ভরা প্রাণ
সংসারে তার বড় মায়া
পড়তে দেয়না টান।
দেখেছি কত দুঃসময়ে
মনোবল রেখে ঠিক
ঝগরা ফ্যাঁসাদে যায়নি মা
মনেতে রেখেছে ধিক।
বিবেকে ভরা শরীর মায়ের
ধৈর্য্যে ভরা মন
চিনতে কখনও করেনা ভুল
কোনসে সঠিক জন।
দেখেছি কত টাকা জমিয়ে
সংসারে মা দিয়েছে বিলিয়ে।
ফিরে যায়না কেউ খালি হাতে
যদি তা মায়ের সামর্থে থাকে।
নিজের সুখের কথা কভু
করেনাতো চিন্তা
ক্ষমা করে দেয় তাকে মা
যে করেছে নিন্দা।
সব ছেলেকে সব মেয়েকে
সমান চোখে দ্যাখে
সারাদিনভর আমরা থাকি
মায়ের ভাবনাতে।
জননী আমার সবার সেরা
মায়া মমতায় মন যে ঘেরা।
যুগযুগ ধরে রাখো বাঁচিয়ে
প্রার্থনা রাখি আল্লাহ তোমাতে।

Leave a Reply

Your email address will not be published.