বরগুনা সায়েন্স সোসাইটির দ্বিমাসিক “বিজ্ঞান পত্র” ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন

অন্যান্য

মোহাম্মদ মেহবাহ উদ্দিন, বরগুনা থেকে :
অদ্য ১৭ ফেব্রুয়ারী ২০২২ সকাল ১০টায় বরগুনা সায়েন্স সোসাইটির উদ্দ্যােগে দ্বি-মাসিক বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক পত্রিকা বিজ্ঞান পত্র এর মোড়ক উন্মোচন করা হয়। বরগুনা সায়েন্স সোসাইটির সভাপতি আকিল আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনার উপজলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন, রইসুল ইসলাম রিপন প্যানেল মেয়র বরগুনা পৌরসভা, বরগুনা প্রেসক্লাবের সভাপতি সঞ্জিব দাস সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি জাফর হোসেন, বরগুনা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি আবুজাফর ছালেহ, লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী চিত্তরঞ্জন শীল, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিবিডিপি নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, বরগুনা সায়েন্স সোসাইটির উপদেষ্টা ও সম্মানিত শিক্ষক হাদি জামাল, আর্ন্তজাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার বরগুনা জেলার যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মেজবাহ উদ্দিন, বরগুনা জেলা এনসিটিএফ এর সভাপতি রাইমু জামান, বরগুনা সদর উপজেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক উম্মে হাবিবা রূপা,

সভায় বক্তারা বিজ্ঞান চর্চা, বিজ্ঞান মনোভাব ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে বিজ্ঞানভিত্তিক চেতনার উন্মেষ ঘটানোর উপর গুরুত্ব আরোপ করা হয়। এসময় সায়েন্স সোসাইটির ক্ষুদে বিজ্ঞানীরা তাদের ব্যক্তিগত জীবনের স্মৃতি চারন করে বিজ্ঞান চর্চার প্রতি আহবান জানান। তারা বলেন, বিজ্ঞান মানুষের জীবনের চলার পথকে সহজ করে, বাস্তব জীবনে বিভিন্ন সমস্যা সমাধানের পথ খুঁজে দেয়। তাই এ সভায় সকলের প্রতি বিজ্ঞান মনোষ্ক হওয়ার প্রতি গুরুত্ব দেয়া হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিন ক্ষুদে বিজ্ঞানীদের এ উদ্দ্যোগর জন্য ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published.