বগুড়া আদমদীঘিতে কৃষকদের মাঝে লেবুজাতীয় ফলের চারা বিতরণ

অন্যান্য

মুক্তারুজ্জামান আদমদীঘি থেকে :
বগুড়ার আদমদীঘি উপজেলায় লেবুজাতীয় ফল চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।আজ বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় চত্বরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ৩০টি প্রদর্শনীর কৃষকদের মাঝে বারি মাল্টা-১ ও বারি লেবু-১ এর চারা বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী।

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায় ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আদুরী তমাসহ সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসব কৃষকদের প্রকল্প প্রদত্ত বিভাজন অনুযায়ী চারার পাশাপাশি সার, বালাইনাশক, সাইনবোর্ড প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.