প্রাদেশিক সরকার প্রতিষ্ঠার দাবি আ স ম রবের

অন্যান্য

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে ৮ থেকে ৯টি প্রদেশ স্থাপন করে ফেডারেল রাষ্ট্র কাঠামোর প্রবর্তন করার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

রব মনে করেন, দেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা থাকলে এবং প্রদেশের প্রয়োজন অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণ করলে সারা দেশকে এই অপরিকল্পিত লকডাউন বা শাটডাউনের আওতায় আনতে হতো না। নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হতো না।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। চট্টগ্রাম, বরিশাল ও সিলেটেসহ কয়েকটি অঞ্চলে করোনা পরিস্থিতির অনেক অবনতি হচ্ছে।

বিবৃতিতে রব কয়েকটি দাবি জানান। দাবিগুলো হচ্ছে- প্রত্যেক প্রদেশে প্রাদেশিক সরকার গঠন করা, প্রত্যেক প্রদেশে ১৫০ সদস্যবিশিষ্ট প্রাদেশিক পরিষদ গঠন এবং তাতে এক-তৃতীয়াংশ শ্রেণি-পেশার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, প্রতিটি প্রদেশে একজন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট মন্ত্রিপরিষদ গঠন করা, প্রতিটি প্রদেশে হাইকোর্ট স্থাপন করা, কেন্দ্রে জাতীয় সংসদের উচ্চকক্ষ স্থাপন করা এবং তাতে প্রাদেশিক সরকারের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রবর্তন এবং স্থানীয় সরকার কাঠামোকে কেন্দ্রীয় সরকারের শাখায় পরিণত করা।

Leave a Reply

Your email address will not be published.