পটুয়াখালীতে গোয়েন্দা পুলিশের ফাঁদে জাল টাকার কারবারি আটক

অপরাধ

মোহাম্মদ মুনতাসীর মামুন ,গলাচিপা থেকে :
গতকাল ১৬-০২-২০২২ খ্রি. ১৪:৪৫ ঘটিকায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসাবে পুলিশ সুপার, পটুয়াখালী মহোদয়ের দিক নির্দেশনায় জনাব মোঃ শাহজাহান খান, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার সদস্য এসআই(নিঃ)/ মোঃ জাকির হোসেন মোল্লা, এএসআই(নিঃ)/মোঃ সাইদুল ইসলাম, এএসআই(নিঃ)/মোঃ রুবেল হাওলাদার সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। পটুয়াখালী জেলার ক্রাইম এনালাইসিস ও কুইক রিসপন্স টিমের সার্বক্ষণিক মনিটরিং ও তদারকিতে গলাচিপা থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডস্থ কাঠপট্টি রোডের দক্ষিন পাশে জাকিয়া বেগমের চায়ের দোকান হতে মোঃ খোকন ওরফে শাওন ওরফে ছগির (৩৫), পিতা-মৃত তোফাজ্জেল ওরফে রত্তন হাওলাদার, মাতা-রেনু বেগম, সাং-পূর্ব বাহের চর, ১নং ওয়ার্ড, থানা-রাঙ্গাবালী, জেলা-পটুয়াখালীকে ১,০০০/- টাকার বিভিন্ন সিরিয়ালের ৭৯৬ টি ও ৫০০/- টাকার একই সিরিয়ালের ৩০৮ টিসহ সর্বমোট ৯,৫০,০০০/-(নয় লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যমানের জালনোট সহ ডিবি পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। ধৃত আসামী জেলা ও আন্তঃজেলা জাল টাকার নোট বিক্রয় ও বিতরনকারী চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবত পটুয়াখালী, ঢাকা মহানগরসহ বিভিন্ন জেলায় জাল টাকা বাজারজাত করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১) ডিএমপি কদমতলী থানার মামলা নং-২৪, তারিখ-০৭-০৬-২০১৮ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক, ২) সিরাজগঞ্জ উল্লাপাড়া থানার মামলা নং-২৩, তারিখ-২১-০৪-২০১৫ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক মামলা বিচারাধীণ। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে একাধিক সহযোগীর নাম প্রকাশ করে। সহযোগী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

এতদ বিষয়ে গলাচিপা থানার মামলা নং-০৫ তারিখ ১৭-০২-২০২২ খ্রিঃ ধারা বিশেষ ক্ষমতা আইনে ২৫-ক(খ)/২৫-ঘ এ ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.