পটুয়াখালীর মির্জাগঞ্জে ঘরে ডুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

অপরাধ

এস আল-আমিন খাঁন পটুয়াখালী থেকে :
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের প্রবাসী সালাম খানের স্ত্রী মোসাঃ সেমালা আক্তার আসমা ও ছেলে মোঃ নয়ন খানকে নিজ বসত ঘরে ডুকে দরজা বন্ধ করে পিটিয়ে এবং কুপিয়ে শারীরিক জখম, আসবাবপত্র ভাংচুর, শ্লীলতাহানি ও নগত টাকা সহ স্বর্নলংকার লুট করার অভিযোগ উঠেছে।

জানা যায়, রবিবার (২৭’মার্চ-২০২২ ইং) তারিখ সকাল আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন, বাবুল খাঁন (৪৫), জাফর খাঁন (৫০), দেলোয়ার খাঁন (৪০), উভয় পিতা- মৃত সত্তার খাঁন, জাহিদ খান (২২), পিতাঃ জাফর খাঁন, রহমান হাওলাদার (৩০), পিতাঃ জয়নাল হাওলাদার, তানিয়া বেগম (২৫),পিতা- জাফর খাঁন, মাসুমা বেগম (৩৫), স্বামী- জাফর খাঁন, হালিমা বেগম (৩০), স্বামী- বাবুল খাঁন, সর্ব সাং- দক্ষিন আমাড়াগাছিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।

সরেজমিন অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা যায়, উপরিউক্ত অভিযুক্তরা পরস্পর আপন আত্নীয় স্বজন। রান্না ঘর ঠিক করতে গেলে যথাক্রমে প্রবাসী সালাম খানের স্ত্রী মোসাঃ সেমালা আক্তার আসমা ও তার সন্তান নয়ন খানকে নিজ বসত ঘরে ডুকে দরজা বন্ধ করে পিটিয়ে এবং কুপিয়ে শারীরিক জখম করে, আসবাবপত্র ভাংচুর, লজ্জাশ্লীলতাহানি ও নগত টাকা সহ স্বর্নলংকার লুট করেন। আহত আসমা আরও বলেন, অভিযুক্তরা শোকেসের মধ্যে রক্ষিত ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, সেমালা আক্তারের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য অনুমানিক- ৭৩,০০০/- (তেহাত্তর হাজার) টাকা, কানে থাকা ১২ আনা (বারো আনা) ওজনের স্বর্ণের কানের দুল- যার মূল্য অনুমানিক- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, হাতে থাকা ২ ভরি ওজনের দুইটি রুলি- যার মূল্য অনুমানিক-১,৫০,০০০/- (একলক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়া যায়।

একপর্যায়ে আহত মা-ছেলে চিকিৎসা সেবা নিতে আসতে চাইলে হামলাকারীরা বসত ঘর থেকে বের হতে দিচ্ছিলো না গৃহবন্দী হয়ে পরা সেমালা আক্তার আসমা (৯৯৯) নাম্বারে কল করলে আহত অবস্থায় সেমালা আক্তার আসমা ও তার ছেল নয়ন খাঁনকে উদ্ধার করে পুলিশ।

এরপর আহতদের মির্জাগঞ্জ উপজেলা সাস্থ্য- কমপ্লেক্স ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং রোগীর অবস্থা গুরুত্বর হওয়ায় বরিশাল শেরে-বাংলা হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শুনেছি এবং এ বিষয়ে শীগ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published.