ঢাকা আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের একটি লোকও অনাহারে থাকবেনা ইনশাআল্লাহ

অন্যান্য

সুচিত্রা রায় আশুলিয়া থেকে :
আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম নিজ অর্থায়নে তাঁর নির্বাচিত এলাকায় চলমান দুর্যোগে কর্মহীন অভাবী মানুষের জন্য গত কয়েকদিন যাবত ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। প্রতিটি গ্রামের পাড়া-মহল্লায় ঢাগ-ঢোল না পিটিয়ে খুবই চুপিসারে নিজেই ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন মানুষের দ্বারেদ্বারে।

তারই ধারাবাহিকতায় (৪এপ্রিল) শনিবার রাত আটটায় ধামসোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার মো. হারুন অর রশিদ মন্ডল কে সাথে নিয়ে বাইপাইল শান্তিনগরসহ ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ত্রাণ সামগ্রী বিতরণ করেণ।

এসময় মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি। তিনি আরো বলেন,আপনারা ঘরে থাকেন আমি নিজে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে যাবো।আমার নির্বাচিত এলাকা ধামসোনা ইউনিয়নের একটি লোকও অনাহারে থাকবেনা ইনশাল্লাহ।খবর পাওয়া মাত্র খাদ্য নিয়ে পৌছে যাবো আপনাদের দরজায়।

Leave a Reply

Your email address will not be published.