কুমিল্লা নগরী ২২নং ওয়ার্ডের মহল্লার রাস্তা তরুনদের উদ্যোগে লকডাউন

অন্যান্য

শাহ ফয়সাল কারীম :
করোনা ভাইরাসে বিশ্ব যখন প্রকম্পিত তখনো নগরী চায়ের দোকানে বসে পূর্বেকার মত আড্ডা দিচ্ছে জনগন। অবাধ চলাফেরাই শুধু নয় করোনা ভাইরাস আমাদের জন্য নয় বলেও দাবি ছিল তাদের। বাংলাদেশ সরকার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পর, শহর থেকে গ্রামে যাওয়া মানুষগুলোর কারনে গ্রামের পরিবেশ হয়ে যায় ভিন্ন। কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায়। সচেতনতা তো নেই বরং গ্রামে চলছে ইদের আমেজ। হঠাৎ করেই বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় শহরের দেখা গেছে বাড়তি সচেতনতা গ্রামের পাড়ায় মহল্লায় সচেতন তরুনরা তৈরী করছে নিরাপত্তা বলয়। রাস্তার মাঝে বাঁশ অথবা গাছ দিয়ে স্বাভাবিক যানচলাচল ও বহিরাগত প্রবেশ বন্ধ করেছে। কুমিল্লা নগরীকুমিল্লা নগরী ২২নং ওয়ার্ডে এমন দৃশ্য লক্ষ্য করা যায়। তরুনরা বলছে আমাদের নিরাপত্তার স্বার্থে দেশের স্বার্থে আমরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছি, যাতে সবাই ই তার নিজস্ব ঘরেই অবস্থান করে।

Leave a Reply

Your email address will not be published.