কুমিল্লায় ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

অপরাধ

ক্রাইম রিপোর্টার :
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে ৪ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

৩০ জানুয়ারী বৃহস্পতিবার ভোররাতে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সহোদর দুই ভাই রয়েছে।

দুপুরে নগরীর শাকতলা এলাকায় র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‌্যাব- ১১ এসব তথ্য জানায়।

র‌্যাব জানায়, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে গোপন সূত্রে এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার গোবিন্দপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান ও মো. আবু সুফিয়ান এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার কাদরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন।

কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ বিষয়ে সদর দক্ষিণ থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.