কুমিল্লায় দোকান থেকে চুরি হওয়া সয়াবিন তেল সরিষার তেল ও নিত্যপণ্য সহ গ্রেফতার

অপরাধ

প্রেস বিজ্ঞপ্তি :
গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ খিস্টাব্দ তারিখ রাত্রি বেলা মেঘনা থানাধীন মানিকারচর বাজারস্হ রতন চন্দ্র সাহার পাইকারি মুদির দোকানের গুদাম ঘরের তালা ভেঙ্গে অজ্ঞাতনামা চোরেরা উক্ত গুদাম ঘর হতে ৫ লিটারি সয়াবিনের ও সরিষার তেলের কার্টন, চাল ও আটার বস্তাসহ মোট ২৬,৯৪০/- টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এই সংক্রান্তে বাদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১৮ ফেব্রুয়ারী-২০২২ ইং তারিখে মেঘনা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি চুরির মামলা রুজু করে।

বিষয়টি পুলিশ সুপার কুমিল্লা, মহোদয়ের নজরে আসলে মেঘনা থানার অফিসার ইনচার্জ’কে বিভিন্ন দিক-নির্দেশনামূলক নির্দেশনা প্রদান করেন।

তারই প্রেক্ষিতে মেঘনা থানা পুলিশ মানিকারচর বাজারের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক এসআই(নিঃ) আহমেদ মোর্শেদ ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী রহমত উল্লাহ ( ২০ )কে গ্রেফতারপৃর্বক উক্ত আসামীর বসত ঘরে তল্লাশী করে বর্ণিত চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়ধীন।

Leave a Reply

Your email address will not be published.