কুমিল্লায় করোনার এই দুঃ সময়ে জনগণের সেবা দিয়ে যাচ্ছেন তিন মেম্বার

অন্যান্য

এম আর রানা :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার,৬নং জগন্নাথ পুর ইউনিয়নের ২.৩ ও ৬নং ওয়ার্ডের মেম্বারগন, এই দুঃ সময়ে জনগণের পাশে থেকে সেবা দিয়ে আসছে বলে জানা যায়। এই করোনা মহামারীর সময়ে সরকারি অনুদানের পাশাপাশি নিজেদের তহবিল থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করে আসছেন এই তিন মেম্বার। আরো জানা যায়, গত নির্বাচনের পরপরই
এই তিন ওয়ার্ডের মেম্বার গণ মাদক,জুয়া,বাল্যবিবাহ,ইভটিজিং মুক্ত করেছেন তাদের স্ব স্ব এলাকা।

২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আলী হোসেন সাংবাদিকদের বলেন আমার এই ২ নং ওয়ার্ডে আমি নির্বাচিত হওয়ার আগে অনেক স্কুল পড়ুয়া ছাত্ররা মাদকে আসক্ত হয়ে ছিল।এখন আমার ২নং ওয়ার্ড অনেকটাই মাদক মুক্ত। আলী হোসেন মেম্বার করোনায় মহামারির শুরু থেকে জনগণের সেবায় নিজেকে সর্বক্ষন নিয়োজিত রাখছেন , তার নিজ ওয়ার্ডে তার প্রসংশায় পঞ্চমূখ এলাকাবাসী,

৩নং ওয়ার্ডে মেম্বার মোঃ শাহজান সাজু বলেন,আমার এই ৩নং ওয়ার্ড বারপাড়া ও বারপাড়া কৃষ্ণপুরে কয়েকটা মহল্লায় যেমনটা ছিল মাদকের জোয়ার, ঠিক তেমনটাই ছিলো হতদরিদ্র,সহজেই কেউ আত্মীয়তা করতোনা, আবার কখনো কখনো দূরপাল্লা মানুষের মুখে বালাবলি শুনতে পেতাম, ঢাকা চট্টগ্রাম পুরাতন মহাসড়কে বারপাড়া এলাকায় রাতের আঁধারে মানুষের গলায় ছুরি বা রামদা হাতে নিয়ে ভয় দেখিয়ে হাতিয়ে নিতো টাকা-পয়সা, এখন আমার এই ৩নং ওয়ার্ডে,এই সমস্ত অসামাজিক কার্যকলাপ বন্ধ হয়েছে,কমেছে দারিদ্রের হার, এখন বারপাড়া একটি আদর্শ গ্রামে পরিনত হয়েছে।

৬নং ওয়ার্ডের মেম্বার জনাব তাজুল ইসলাম আরো বলেন,আমার ৬নং ওয়ার্ডে ছয়টি গ্রাম রয়েছে।এই ছয় গ্রামের সকল মানুষের পাশে আছি, তাদের উন্নয়নের কাজ করছি।এই মহামারীর সময় নিজ দায়িত্বে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী দিচ্ছি,স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে সতর্ক করছি।তিনি বলেন মানুষের ভোটে নির্বাচিত হয়েছি, মানুষের জন্যই শ্রদ্ধেয় চেয়ারম্যান মহোদয় জনাব মামুনুর রশীদ মামুনের আদর্শ হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published.