কুমিল্লার বুড়িচংয়ে বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে বিরোধ, ৩ জনকে কুপিয়ে জখম

অপরাধ

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা বুড়িচং ফরিজপুরে বাড়ীর প্রবেশের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ৩ জনকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে।
ফরিজপুর গ্রামের নোয়াবাড়িতে মঙ্গলবার দুপুর ১ টার দিকে একই বাড়ীর বাচ্চু মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম, উম্মদ আলীর ছেলে একরামুল হক, বাচ্চু মিয়ার ছেলে জাকির হোসেন গংরা পুর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ সাইদ, ছোট ভাই সাইফুল ও গিয়াসউদ্দিনকে চুরিকাঘাত ও এলোপাতাড়ি ভাবে মারধর করে।
পরে রক্তাক্ত অবস্থা স্থানীয়রা ক্যান্টনমেন্ট জেনারেল হসপিটালে চিকিৎসা দিয়ে পরে কুমিল্লা মেডিকেল হসপিটালে প্রেরন করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে।
জানাযায়, বাড়ীর সকলের চলাচলের রাস্তা প্রসস্ত করন ও সকলের চলাচলের সুবিধার্থে ময়নামতি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান লালন হায়দার বরাবর অভিযোগ করলে তিনি পরিদর্শনে আসেন। এসময় চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযুক্ত সন্ত্রাসীরা নিজেদের আধিপত্য বিস্তার ও জোড়পুর্বক জায়গা দখলে এই হামলা চালায়।
ঘটনায় আহতরা বর্তমানে চিকিৎসা নিচ্ছেন, তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্ততি চলছে।
এ বিষয়ে বুড়িচং থানার ওসি জানান বিষয়টি আমরা শুনেছি, এখনো কোন মামলা হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published.