কুমিল্লার বুড়িচং দেবপুর পুলিশ ফাঁড়ীর অভিযানে গাঁজা ও ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি সফু আটক

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ী পুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতির কালাকচুয়া বাজরের একটি খাবারে হোটেলের সামনে থেকে একশত পিস ইয়াবা ট্যাবলেট ও আট কেজি গাঁজা সহ কু-খ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ সফিউল্লাহ সফু (৩০) কে আটক করে।
বুড়িচং থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান শুক্র রাতে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ী পুলিশের এসআই নন্দন চন্দ্র সরকার, এএসআই জহিরুল ইসলাম, এএসআই দোলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাত্রী কালীন বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-– চট্টগ্রাম মহসড়কের ময়নামতি ইউনিয়নের ঘোষনগর কালাকুচুয়া বাজারের রাজধানী নামক খাবার হোটেল এর সামনে এক মাদক ব্যাবসায়ী মহাসড়কে গাড়ী জন্য অপেক্ষামান থাকাবস্থায় পুলিশ তাহাকে আটক করে। আট কেজি গাজাঁ এবং তাহার দেহ তল্লাশী করে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটক মাদক ব্যবসায়ী হল জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহ দৌলতপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত ফজলুল হক এর ছেলে কুÑখ্যাত মাদক ব্যাবসায়ী মোঃ সফিউল্লাহ সফু (৩০), তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করে এবং শনিবার দুপুরে আটক মাদক ব্যাবসায়ীকে কুমিল্লা কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে।

Leave a Reply

Your email address will not be published.