কুমিল্লার চৌদ্দগ্রাম কাশিনগরে ভেকু জ্বালিয়ে দেওয়ার অভিযোগে ইউএনওর বিরুদ্ধে মামলা

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন কৃষক এ কে এম সেলিম (৩৮)।

আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে এ মামলা করা হয়।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন গনমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। বাদী এ কে এম সেলিম চৌদ্দগ্রাম উপজেলার জুগীরকান্দি গ্রামের আবুল কাশেমের ছেলে।
অ্যাডভোকেট মাসুদ ছালাউদ্দিন জানান, গত ১৯ জানুয়ারি এলাকার কিছু কুচক্রী মহলের ইন্ধনে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক জুগীরকান্দি গ্রামে এলাকাবাসীর ভাড়া করা চারটি এক্সকভেটর ভাংচুরের পর কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেয়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে সেলিম ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর পক্ষে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৫নং আমলি আদালতে মামলাটি করেন।
আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে তদন্তের নির্দেশ দেন।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, মামলার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনলাম। কাগজপত্র পেলে অফিসিয়ালী বক্তব্য দেব।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি চৌদ্দগ্রামে কাশিনগরের বোয়ালঝুড়ি খালের পাড় কেটে মাটি বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মঞ্জুরুল হক চারটি এক্সকভেটর জব্দ করে জ্বালিয়ে দেন। এসময় মাটি বিক্রির অভিযোগে গিয়াসউদ্দিন ও নাদিম নামের দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.