কনের বাড়ির গেইট থেকে বর আটক

অপরাধ

কে এম সাইদুল ইসলাম :
দীর্ঘ সাত বছর পর দেড় মাস আগে কাতার থেকে দেশে এসিেছলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের শামিম আহমদ (২৬)। বিয়ের জন্য পাত্রী দেখে দিন তারিখও ঠিক করা।

আজ সোমবার (২১ মার্চ) শামিমের বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু এক তরুনীর (২৬) অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাতে বাধ সাধে। উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে কনের বাড়ি প্রবেশের আগেই বরকে আটক করে রাজনগর থানার পুলিশ। এব্যাপারে রাজনগর থানায় মামলা হয়েছে।

পুলিশ, বাদী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে কাতার প্রবাসী শামিম আহমদের সঙ্গে ১২ বছর আগে কামারচাক ইউনিয়নের কামারচাক গ্রামের এক তরুণীর সম্পর্ক ছিল। সেই সুবাদে উভয়ের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবী অভিযোগকারী মেয়েটির। কিন্তু বিয়ে হওয়ার আগেই শামিম প্রবাসে চলে যান।

এতোদিন ওই তরুনীর সাথে মেবাইলফোনে যোগযোগ ছিল বলে জানায় অভিযোগকারী। সাত বছর পর দেশে এসে অন্যত্র বিয়ে ঠিক হয়। সোমবার বর সেজে শামিম যখন কনের বাড়ির দিকে যাত্রা শুরু করেন ঠিক তখনই তার পূর্বের প্রেমিকা থানায় লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। রাজনগর থানার পুলিশ লিখিত অভিযোগ পেয়ে কনের বাড়ির সামনে থেকে বরকে আটক করে নিয়ে যায়।

রাজনগর থানায় আলাপকালে বাদী জানান, সে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারিরিক সম্পর্ক করে। কিন্তু এখন দেশে এসে আমাকে বিয়ে না করে অন্যত্র বিয়ে করতে যাচ্ছে। তাই আমি অভিযোগ দিয়েছি।

ইউপি সদস্য বরের চাচা মখলিছুর রহমান বলেন, মেয়ে দাবী করেছে ১২ বছর ধরে তাদের সম্পর্ক। কিন্তু ছেলে ৭ বছর পর দেড় মাস আগে দেশে এলেও কখনো স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের বিষয়টি জানায়নি বা বিচারপ্রার্থী হয়নি। তার এমন অভিযোগের কোনো তথ্য-প্রমাণও নেই। অথচ বিয়ের দিন এসে অভিযোগ করেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এক নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে বরকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। আরো তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published.