আশুলিয়ায় দৈনিক সরেজমিন পত্রিকার সম্পাদক বেলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানব বন্ধন

অন্যান্য

মোঃ শাকিল আহমেদ :
ঢাকার আশুলিয়ায় রিপোর্টার্স ক্লাবের সামনে সরেজমিনে স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলী সীমান্তে নেতৃত্বে ৫ মার্চ সকাল ১১ ঘটিকায়।দৈনিক সরেজমিন পত্রিকার সম্পাদক বেলাল হোসেনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের দাবী জানিয়েছেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ । উক্ত মানব বন্ধনে ,আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য গত সোমবার (০৪ ঠা মার্চ) সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত, সুপ্রভাত সাতক্ষীরা ও দৃষ্টিপাত পত্রিকায় “মুন্সিগঞ্জে নদীর চর দখল করে অবৈধ দোকান ঘর নির্মাণ” শীর্ষক খবর প্রকাশ হওয়ায়। মুন্সিগঞ্জ ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল্ল্যাহ সরদার ক্ষিপ্ত হয়ে তার নিজস্ব বাহিনী নিয়ে ওই দিন সকাল সাড়ে ১০ টার দিকে বাসস্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানের পাশে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসী বাহিনীর হাতে থাকা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে বেধড়ক মারপিট ও প্রাণ নাশের হুমকি দেয়। পরবর্তীতে ঘটনা স্থল থেকে আহত সাংবাদিক বেলালকে স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর সাংবাদিক নিজেই বাদী হয়ে গত সোমবার (৪ মার্চ) রাত ৮ দিকে সন্ত্রসীদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটানার সত্যতা নিশ্চিত করে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন সাংবাদিকের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনুনাগ দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published.