অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত

অন্যান্য

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ও প্রয়াত শিক্ষকদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকাল ১০ টায় হরিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও প্রাক্তন ছাত্র- ছাত্রীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময়ে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে আলোচনা, দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জামাল হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মীজানুর রহমান, সাবেক উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী
ইঞ্জি: শাহাদাৎ হোসেন, ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ মামুন। ডা. এম এম দৌলত আলম টিপু, রেজিস্ট্রার শিশু বিভাগ, হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
অধ্যাপক ডাঃ আব্দুল জলিল চৌধুরী,
সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা।
অবসরপ্রাপ্ত থানা প্রকৌশলী ইঞ্জি: হুমায়ূন কবির, ডা. মোঃ শরীফ হোসাইন রাসেল
সহকারী অধ্যাপক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়,ঢাকা।

দোয়া পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ। অনুষ্ঠানে আগত হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ছাত্ররা প্রয়াত শিক্ষকদের স্মরণে স্মৃতিচারণ করেন এবং দোয়া মাহফিলে অংশ নেন।
স্মৃতিচারণকালে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং শিক্ষকদের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

Leave a Reply

Your email address will not be published.