Doinik Bangla Khobor

হাতিয়ায় “বিশ্ব পরিবেশ দিবস, পালন করেন, উপজেলা ছাত্রলীগ

মোঃহানিফ উদ্দিন সাকিব :
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায়,বিশ্ব পরিবেশ দিবস, পালন করেন,উপজেলা ছাত্রলীগ।

রবিবার (৫ জুন) দুপুর সাড়ে বারোটার দিকে,সারা দেশের মতো হাতিয়া উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে,নানা কর্মসূচীর মধ্য দিয়ে, বিশ্ব পরিবেশ দিবস,পালিত হয়েছে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য,একটাই পৃথিবী : প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন, এবং এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, বৃক্ষ – প্রাণে প্রকৃতি প্রতিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ।

প্রতি বছর সারাবিশ্বের একশ,টিরও বেশি দেশে ৫ ই জুন,বিশ্ব পরিবেশ দিবস, হিসেবে পালিত হয়ে আসছে।

হাতিয়ায় এই দিবসটির কর্মসূচিতে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজেদ উদ্দিন, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন স্বপন,দ্বীপ সরকারি কলেজের সাধারণ সম্পাদক মোঃ মেশকাত হোসেন রবিন, ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি ওমর ফারক বাপ্পী,পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুসহ উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা।

পরে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে,বিভিন্ন ধরণের প্রায় ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

এছাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আবদুর রাজ্জাক বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে,আমাদের হাতিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষ রোপণ অব্যাহত থাকে।