Doinik Bangla Khobor

সিলেটের জাফলংয়ে সামাজিক বনায়নের গাছ কাটার অভিযোগ

বিশেষ প্রতিবেদক :
গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং বিট এলাকা থেকে সামাজিক বনায়নের বেশ কয়েকটি সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় এলাকার সচেতন মহল ক্ষোভে ফুঁসে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বনবিভাগের সারী রেঞ্জের আওতাধীন জাফলং ইউনিয়নে অবস্থিত জাফলং বিটের ভেতরে কয়েকটি টিলায় ১৫ বছর পূর্বে সামাজিক বনায়নের আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। বর্তমানে গাছগুলো অনেক মূল্যবান ও বড় হওয়াতে এলাকার প্রভাবশালী অনেক কাঠ ব্যবসায়ীদের লোলুপদৃষ্টি পড়ে।

এবিষয়ে ১১মে) জাফলং বিটের দায়িত্বরত বিট কর্মকর্তা প্রদীপ মন্ডল চন্দ্র’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, সামাজিক বনায়ন থেকে প্রায় ৬-৭টি আকাশমনি (প্রায় ৫০ ঘনফুট) গাছ কর্তন করেছে। বিষটি আগে বেড় করব তারপর মিডিয়ায় বক্তব্য দেওয়া হবে।