Doinik Bangla Khobor

লালমনিরহাটে কয়েকটি রাস্তার বেহালদশা,যাতায়াতে ভোগান্তি

মোঃআনোয়ারুলইসলাম লালমনিরহাট থেকে :
লালমনিরহাটের আদিতমারী উপজেলার।ভেলাবাড়ী ইউনিয়নে মহিষতুলী ঘাটের পাড় হতে,বারঘড়ি হয়ে দুলালীবাজারের পাকা রাস্তার মোড় পর্যন্ত।এবং চেয়ারম্যানের চৌপথি হয়ে বালাটারী ও,দুলালী মাঠের পাড় থেকে চকচকার বিল হয়ে বাগদীরবাজার পর্যন্ত।রাস্তাগুলো দীর্ঘদিন ধরে মেরামত বা সংস্কার না করায় বেহালদশায় পরিনত হয়েছে।রাস্তাগুলোর অধিকাংশ স্থানেই ছোট-বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে।  সরেজমিনে দেখা যায়,রাস্তাগুলো
বেহালদশায় পরিনিত হওয়ায় পথচারী সহ
ছোট-বড় যানবাহন চলাচলে প্রতিনিয়ত বাড়ছে দূর্ভোগ আর  হতে হচ্ছে ভোগান্তির শিকার।দিন দিন বাড়ছে দূর্ঘটনার ঝুঁকিও।
এমনকি কয়েক  দিনের টানা বৃষ্টিতে রাস্তার বিভিন্ন অংশে পানি জমে থাকায়
খানাখন্দ দেখতে না পাওয়ায় প্রায় প্রতিদিনই বাড়ছে দূর্ঘটনা সহ ছোট বড় যানবাহনের ক্ষয়ক্ষতিও।বিশেষ করে অটো  রিক্সা  ভ‍্যান সাইকেল কাভাটভ‍্যান মোটরবাইক মাইকক্রোবাস  সহ আরও অনন্য যানবাহন গুলো ।এই বিষয়ে ভোক্তভোগী এলাকাবাসী জানান,দীর্ঘদিন ধরে চলাচলের এই রাস্তাগুলো ভাল ভাবে মেরামত না করার কারণে বেহালদশার সৃষ্টি হয়েছে।বিশেষ করে এই বর্ষার মৌসুমে,এক প্রান্ত থেকে,আরেকপ্রান্তে কিংবা   হাট-বাজার স্কুল কলেজ এমনকি কর্মজীবীরা নিজ-নিজ কর্মসংস্থানে সঠিক সময়ে পৌঁছতে না পাওয়ায় অনেকেরই ব‍্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানান তারা কয়েক দিনের টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকায় এই দূর্ভোগের সৃষ্টি হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধি সহ ভুক্তভোগী এলাকাবাসী সরকারের প্রতি সদয় প্রার্থনা করেন উল্লেখ্যিত রাস্তা গুলো মেরামত সংস্কারের জন্য।