Doinik Bangla Khobor

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে শিমুলিয়া ইউনিয়ন নাল্লা পোল্লা এলাকায় মানববন্ধন

আশুলিয়া প্রতিনিধি :
আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়াড হিন্দু সম্প্রদায়ের মন্দিরের জমি দখল করে বাজার বসানোর মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ।

১৯/৭/২১সোমবার আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নে ৬ নং ওয়াড নাল্লা পোল্লা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।

জানা যায়, গত বেশ কিছু দিন আগে “আশুলিয়ার শিমুলীয়া ইউনিয়ন ৬ নংওয়া নাল্লা পোল্লা বাজারের হিন্দু সম্প্রদায়ের মন্দিরের জমি দখল করে বাজার বসানোর মিথ্যা সংবাদ প্রচারিত হয়।

সংবাদটি সংগ্রহ ও প্রচারের যাবতীয় কাজ করেন এই সাংবাদিক এর সাথে এক দুষ্ট প্রকৃতির লোক আছে বলে মন্তব্য করছে।
বলে যানিছে তারা।

নাল্লা পোল্লা বাজারের নাজিম হোসেন প্রফেসার ও বাজারের প্রতিষ্ঠাতা বলে মন্দির দখলের যে সংবাদটি প্রচারিত হয়ছে। যা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন তিনি

মানববন্ধনে বক্তব্য পাঠ করেন উল্লেখিত এলাকার শিমুলিয়া ইউনিয়ন এর ৬ নং সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ,”তিনি বলেন সাংবাদিক না যেনে হয়তো এই সংবাদটি প্রচার করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।”

নাল্লা পোল্লা বাজারের জমি দখলের মিথ্যা সংবাদ প্রচার করিয়ে এই বাজার কে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ হাসিল করতে চায় সাংবাদিককে দিয়ে এমন সংবাদ সংগ্রহ ও প্রচার করাই বলে যানান তিনি
তিনি এর তীব্র নিন্দা জানান

মানববন্ধন করার সময়
উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের পুজা কমিটির প্রধান রুহিদাস সাহা ও আব্দুল হালিম সাহেব
হাসেম আলী
ফরহাদ হোসেন আফজাল হোসেন ব্যবসায়ি সহ আর শতাধিক এলাকা বাসি