Doinik Bangla Khobor

মধ্যম আধাঁর মানিক উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন

মিলন বৈদ্য শুভ রাউজান(চট্টগ্রাম) থেকে :
পূর্ব গুজরা মধ্যম আধাঁর মানিক উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়।
ত্রিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জন করেন।
অনুষ্টানে সভাপতিত্ব করেন মধ্যম আধাঁর মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফোরকান
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম আধাঁর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জনাব আলহাজ্ব আবদুল্লাহ আল রওশন চৌধুরী
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যম আধাঁর মানিক উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য জনাব শেখ মুজিবুর রহমান।
মধ্যম আধাঁর মানিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য জনাব মোহাম্মদ ইসছাক,অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সওদাগর, অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ জাহের আলম রওশন, অভিভাবক সদস্য কাঞ্চন কুমার দে
স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মন্জুরুল আলম
শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন দশম শ্রেনির ছাত্রী আইরিন রহমান, দশম শ্রেনির ছাত্রী সাবিহা শফিক কেয়া, অষ্টম শ্রেণির ছাত্রী সাবেকু নাহার, অষ্টম শ্রেণির ছাত্র সাদিত কুমার শীল, অষ্টম শ্রেণির ছাত্রী জিন্নাত আকতার।
অনুষ্টান সঞ্চালনা করেন জনাব শামসুল আলম।
এতে আরো উপস্থিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী
আদিত্য রঞ্জন বড়ুয়া, মিসেস দেবী বিশ্বাস, জনাব জিয়াউর রহমান, জনাব আবু তৈয়ব, মিসেস তানজিলা আরমিন চৌধুরী, জনাব আতাউর রহমান, জনাব তানজিম হোসাইন, মিসেস শামীমা পারভীন,জনাব মাওলানা মিজানুল হাসান,সৌরভ বড়ুয়া, জনাব তৌহিদুল ইসলাম, সায়েম উদ্দিন, রোকন উদ্দিন, এরশাদ শিকদার প্রমূখ।