Doinik Bangla Khobor

ভোলার দৌলতখানে সরকারী জমি রক্ষা করতে গিয়ে ভুমি কর্মকর্তা সন্ত্রাসী হামলার শিকার

বাহাদুর চৌধুরী :
ভোলা জেলা দৌলতখান উপজেলা বাংলাবাজার ভূমি কর্মকর্তার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে ভূমিদস্যু বিদ্যুৎ ইঞ্জিনিয়ার ইসমাইল এর বিরুদ্ধে।
সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, সরকারের খাস জমির উপর দোকান ঘর নির্মাণ কাজে বাধা দিতে ভূমি অফিসের কর্মকর্তারা ও সার্ভেয়ারগণ সরেজমিনে আসলে প্রভাবশালী সন্ত্রাসী ইসমাইল ও তার দুই ভাই ভূমি কর্মকর্তাদের উপর অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনা ঘটার সাথে সাথে ভূমি কমিশনার সরেজমিনে এসে নির্বাহী কর্মকর্তা তত্ত্বাবধানে দুই হামলাকারী কে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেন‌। কিন্তু প্রভাবশালী বিদ্যুতের তার চোর খাম্বা চোর বিদ্যুৎ চোর মিটার চোর ইসমাইল রয়ে গেলেন ধোঁয়াছোয়ার বাইরে। তাকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজছে কিন্তু তিনি আজ ১১ঃ২০ মিনিটের সময় ‌উক্ত হামলাকে বৈধ করতে দোকান নির্মাণ করা জমিটি লিজ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে যায় উক্ত খবর পেয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের অফিসে গেলে চতুর বিদ্যুৎ ইঞ্জিনিয়ার গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। এদিকে উক্ত বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার ইসমাইলের খোঁজখবর নিতে গেলে বাহির হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য তিনি বিদ্যুৎ অফিসে চাকরির সুবাদে বর্তমানে নামে বেনামে শত কোটি টাকার মালিক হয়েছেন বলে জানা যায়। অথচ দীর্ঘ ১৫ বছর আগে তার পরিবারের নুন আনতে পান্তা ফুরাত এমন তথ্য পাওয়া যাচ্ছ। ইসমাঈলের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে আরো বিস্তারিত পরবর্তী সংখ্যায় প্রকাশ করা হবে।