Doinik Bangla Khobor

বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের আলাদা পাস কার্ড লাগবে না: তথ্যমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী কাল ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল থেকে মাঠে নেমেছেন সেনা সদস্যরা। এসময় পেশাগত দায়িত্ব পালন করতে সাংবাদিকদের আলাদা কোনো পাস কার্ড লাগবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

২৫ শে মার্চ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের মাঝে করোনা প্রতিরোধক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

ছুটির সময়ে সেনাবাহিনী নামার মধ্যে সাংবাদিকদের দায়িত্ব পালনে আলাদা কোনো পাস বা পরিচয়পত্র ইস্যু করা হবে কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমি ব্যক্তিগতভাবে মনি করি সাংবাদিকদের যে কার্ড আছে সেটি যথেষ্ট। যদি সাংবাদিকদের মিডিয়া হাউজ থেকে বলে দেওয়া হয় তিনি অন-ডিউটি তাহলে সেটিই যথেষ্ট। এর জন্য আলাদা কার্ড দেওয়ার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি না। একজন সাংবাদিক যখন অন-ডিউটি তখন তাকে সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।