বরুড়ায় সন্ত্রাসী হামলায় বসতঘর ভাংচুর, আসবাবপত্র লুট

অপরাধ

রিয়াজ উদ্দিন রানা :
কুমিল্লার বরুড়ায় চিতড্ডা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে গত সোমবার দুপুর ১২ঃ৩০ মিনিটে আব্দুর রবের বাড়িতে সন্ত্রাসী হামলা করে বসতঘর ভাংচুর ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। একই গ্রামের হুমায়ুন কবির, তার ছেলে জাহিদসহ তাদের ২৫-৩০ জনের সন্ত্রাসী দলবল নিয়ে এই হামলা ও লুট করে। এসময় হুমায়ুন ও জাহিদের নেতৃত্বে সন্ত্রাসীদের হাতে থাকা দা, ছেনি, রড দিয়ে বসতঘর কুপিয়ে তছনছ করে দেয়। এ ব্যাপারে আব্দুর রহমান বলেন, ২০০৬ সালে আমার ঘরের সাথে থাকা মোঃ ফজলুলের জায়গাটি ক্রয় করি। কিন্তু তার সাথে হুমায়ুনের জগড়া থাকায় জায়গা নিয়ে আমার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে, ঘরের আসবাবপত্র লুট করে প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি করে। সরজমিনে গিয়ে দেখা যায়, আব্দুর রবের বসতঘর, গোয়াল ঘর, টিনের বেড়া ভাংচুর রয়েছে। এ বিষয়ে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন আব্দুর রব। অভিযোগ নাম্বার ১১/৫/২০২০ ইং তারিখের ৭৬৫/২০। অভিযোগের তদন্ত কর্মকর্তা এএসআই উত্তম কুমার ঘটনার স্থানে গিয়ে সত্যতা পান। আব্দুর রব হুমায়ুন ও জাহিদের নেতৃত্বে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছেন প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published.