Doinik Bangla Khobor

বগুড়া ডিবি পুলিশের অভিযানে ১ শত পঞ্চাশ বোতল ফেনসিডিল সহ ৩ জন গ্রেফতার

মতিন খন্দকার টিটু :
বগুড়া শহরের চারমাথায় একটি ট্রাকে অভিযান চালিয়ে ১শত পঞ্চাশ বতল ফেনসিডিল সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা শাখার চৌকশ অফিসার এস,আই নাসিম উদ্দিন। আজ ২২/০৩/২০২০ ইং রবিবার বিগত মধ্য রাত ২:৩০ মিনিটে পূর্বের গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূইয়া (বিপিএম বার) এর দিক নির্দেশনায় এবং বগুড়া জেলা গোয়েন্দা শাখার ওসি আসলাম আলী (পিপিএম বার) এর নেতৃত্বে, জেলা গোয়েন্দা শাখার একটি টিম, এস আই নাসিম উদ্দিন, এস আই ফয়সাল আহম্মেদ সহ ৫ জন শহরের চারমাথা বাস টার্মিনালে পূর্ব থেকেই অবস্থান নেয়। গোপন খবরে জানা যায় একটি গরু ভর্তি ট্রাক ফেনসিডিল সহ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা থেকে রওনা করে, গন্তব্য পাবনা জেলার বেড়া উপজেলায়, ট্রাকটি বগুড়া শহরের চারমাথায় এসে পৌঁছালে পূর্ব থেকেই অবস্থান নেয়া ডিবির টিম ট্রাকটি আটক করে এবং এক পর্যায়ে ট্রাকে অভিযান চালিয়ে ১শত পঞ্চাশ বতল ফেনসিডিল সহ ৩ জন আসামীকে গ্রেপতার করে এবং তাৎক্ষনিক বাকি দুই জন আসামী পালিয়ে যায় । গাড়ীর নাম্বার- সিরাজগঞ্জ – ড-১১-০৫১৬ এই ট্রাকটি বগুড়া ডিবি জব্দ করে। জানা গেছে আসামীগন হলো, ১। দিনাজপুর জেলার বিরামপুরের মৃত: খাজের উদ্দিনেরর পুত্র মো: আবুল খায়ের (৪৫) ২। চড়িয়া মধ্য পাড়ার আব্দুল জলিলের পুত্র মো:সোহেল রানা (২৯) ও ৩।বড় গোজার আমিরুল ইসলামের পুত্র আল-আমিন (২০) উভয়েই সিরাজগঞ্জ জেলার সলঙ্গা উপজেলার বাসিন্দা। পলাতক দুই আসামি শাহালম সরদার (৫৫) ও শাহালম (২০) জানা গেছে আসামীগন দীর্ঘ দিন যাবত এই মাদক ব্যবসার সাথে জরিত। রিপোর্ট লেখা পর্যন্ত আসামীকে মামলা দেয়ার কার্যক্রম চলছিলো।