Doinik Bangla Khobor

বগুড়া আদমদীঘির নাগর নদীতে বালু উত্তোলন করায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

মতিন খন্দকার টিটু :
বগুড়ার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম এলাকায় নাগরনদের তলা থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত সোমবার রাতে পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া শহর দুপচাঁচিয়া শাখা অফিসের উপ-সহকারি প্রকৌশলী গোলাম মোস্তফা বাদি হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় এজাহাভুক্ত আসামীরা হলো উপজেলার কুন্দগ্রামের ছামছুল হুদা খন্দকারের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম তার ভাই শাহিনুর হুদা, মোজাম্মেল হকের ছেলে কুন্দগ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন ও আবুল হোসেনের ছেলে আজাহার হোসেন রাজা। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

মামলা সুত্রে জানাযায়, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের অধিনে আদমদীঘির কুন্দগ্রাম,চাঁপাপুর, দুপচাঁচিয়া কাহালু এলাকাজুড়ে নাগরনদের বাঁধ রক্ষার জন্য প্রায় ৫০ কিলোমিটার বাঁধ নির্মান রয়েছে। ওই বাঁধের কুন্দগ্রাম ও চাঁপাপুর এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে নগরনদের তলার গভীর থেকে বালু উত্তোলন ও মাটি কেটে নেয়ায় বাঁধ ও বাঁধে বনায়ন প্রকল্পের গাছ বর্ষা মৌসুমে হুমকির মুখে পড়েছে। ভ্রাম্যমান আদালত কয়েক দফায় অভিযান চালিয়ে বালু উত্তোলনের বেশ কিছু সরঞ্জাম জব্দ ও পুড়ে ফেলেন। বাপাউবো কর্তৃকপক্ষ ঘটনাস্থল সরজমিনে দেখে উল্লেখিত ব্যক্তিসহ অজ্ঞাত আরো কয়েক জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মামলায় এজাহাভুক্ত আসামী শামিমুল, শাহিন ও রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তারা নাগরনদ থেকে কোন প্রকার বালু উত্তোলন করেননি বলে দাবী করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন।