Doinik Bangla Khobor

বগুড়ায় র‍্যাব-১২ বিশেষ অভিযানে ভুয়া ডাক্তার গ্রেফতার

বিশেষ প্রতিনিধি :
বগুড়ায় জামিলনগরে দীর্ঘদিন ধরে এম,বি,বি,এস এফ,সি,পি,এস নব-জাতক শিশু বিশেষজ্ঞ এবং মেডিসিন অভিজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে আসছেন প্রতারক তানভির হাসান। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ মিনিটে র‍্যাবের ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ আফজাল রাজন ভুয়া ডাক্তার তানভীর হাসান কে রোগী দেখার সময় হাতেনাতে গ্রেফতার করেন এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। র‍্যাব-১২ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ আফজাল রাজন বলেন, তানভীর হাসান নিজেকে ডাক্তার পরিচয় দিলেও আসলে তিনি কোনো ডাক্তার নন। রোগীকে দেখার সময় তাকে হাতেনাতে ধরা হয়েছে। এদিকে র‌্যাবের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত তানভীর হাসান প্রেসক্রিপশন লুকানোর চেষ্টা করলে র‌্যাব তা ধরে ফেলে। অভিযান চলাকালে তার চেম্বারে রোগীকে চিকিৎসা নিতে আসতেও দেখা গেছে। পরে তানভীর হাসান এর পরিচয় পেয়ে রোগীরা চিকিৎসা না নিয়ে চলে যান। এলাকাবাসী এধরনের ভূয়া ডাক্তারের কঠিন শাস্তি চায়।