Doinik Bangla Khobor

বগুড়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহন কে জরিমানা

মতিন খন্দকার টিটু :
যাত্রীদের কাছ থেকে সরকারের বেধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করায় বগুড়ায় ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম মঙ্গলবার দুপুরে ওই আদালত পরিচালনা করেন।

করোনার সংক্রমণ ঠেকানোর জন্য দুই মাসেরও বেশি সময় ধরে গণপরিবহন বন্ধ রাখার পর গত ১ জুন থেকে তা আবার চালু হয়। তবে সরকারের পক্ষ থেকে পরিবহন মালিক-শ্রমিকদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। প্রতিটি বাসে নির্ধারিত আসনের ৫০ শতাংশ যাত্রী পরিবহন করতে বলা হয়। যাত্রী কমে যাওয়ায় পরিবহন মালিক-শ্রমিকদের যাতে লোকসান গুণতে না হয় এজন্য যাত্রীদের ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর জন্য বিআরটিএ’র পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, দূরপাল্লার বাসগুলোতে সরকারের বেধে দেওয়া ভাড়া আদায় করা হচ্ছে কি’না সেটি পর্যবেক্ষণের জন্য শহরের ছিলিমপুর এলাকায় প্রথম বাইপাস সড়কে আদালত বসানো হয়।

তিনি বলেন, নওগাঁ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাসকে দুপুর সাড়ে ১২টার দিকে থামানো হয়। এরপর বাসটির ভেতের বসা যাত্রীদের কাছ থেকে টিকিট নিয়ে দেখা যায় তাদের কাছ থেকে সরকার নির্ধারিতি ভাড়ার অতিরিক্ত এমনকি শতভাগ বেশি টাকা নেওয়া হয়েছে।

তিনি বলেন, নওগাঁ থেকে ঢাকার ভাড়া আগে ছিল ৪০০ টাকা ৬০ শতাংশ ভাড়া বেশি ধরে এখন ৬৪০ টাকা নেওয়ার কথা। কিন্তু একজন যাত্রীর টিকিটে দেখা গেছে তার কাছ থেকে ৮০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম জানান, সরকারের বেধে দেওয়া ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী শ্যামলী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।