Doinik Bangla Khobor

বগুড়ায় পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজন গ্রেফতার

মতিন খন্দকার টিটু :
বগুড়ায় নবাগত ওসি হুমায়ুন কবির যোগদানের পর থেকে বগুড়া সদর থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রী ও ৪০ পিস ইয়াবা সহ অপর এক যুবককে আটক করেছে। পৃথক এই অভিযানে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। শনিবার বগুড়া সদর ফাঁড়ি পুলিশের ইন্সপেক্টর আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮২ বোতল ফেন্সিডিল সহ স্বামী-স্ত্রী ও ৪০ পিস ইয়াবা সহ অপর এক যুবককে আটক করে।
শনিবার দুপুরে সদর ফাঁড়ির সাব ইন্সপেক্টর জিলালুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বগুড়া সদরের ছোট কুমিড়া এলাকার সোলায়মান আলীর ছেলে মিন্টু (৪৬) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন লিপির (৪০) শহরের ঝোপগাড়িতে ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের ভাড়া বাসা থেকে ৮২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও স্বামী-স্ত্রীকে আটক করা হয়। অপরদিকে এদিন বিকেলে শহরের কাঠাঁলতোলা ময়না হোটেলের সামনে থেকে আরাফাত ইসলাম (৪০) কে ৪০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটক আরাফাত শহরের উত্তর গোদারপাড়া এলাকায় মৃত নুরুল ইসলামের ছেলে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, বগুড়া সদর থানা এলাকায় মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।