Doinik Bangla Khobor

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ

মোঃ শাহাদাৎ হোসেন বিশেষ প্রতিনিধি:
বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান বিতরণ
বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির আয়োজনে সোমবার সকালে শহরের জলেশ্বরী-তলা সমিতির কার্যালয়ে ৩৯৮ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২৫ লক্ষ ৩২ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। সমিতির বগুড়া জেলা শাখার উপদেষ্টা ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক একেএম ছালামত উল্ল্যাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সকলের হাতে তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ। অনুষ্ঠানে সমিতির সার্বিক কণ্যাণমূলক কাজের বিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী এবং অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন সমিতির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. ফজলুল হক, ছমির উদ্দীন এবং উপদেষ্টা অধ্যাপক আহম্মদ আলী প্রমুখ।এই বছর সমিতির উদ্যোগে বগুড়ায় ৬৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে ৪ লক্ষ ৪৬ হাজার টাকা, সমিতির ১৬৭ জন সদস্যের মাঝে এককালীন অনুদান হিসেবে ৮ লক্ষ ৩৫ হাজার টাকা, ১৫৯ জন সদস্যের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ খাতে ১১ লক্ষ ১১ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসা বাবদ সমিতির ৬ জন সদস্যের মাঝে ১ লক্ষ ৪০ হাজার টাকা সর্বমোট ৩৯৮ জনের মাঝে অনুদানের অর্থস্বরুপ এবছর মোট ২৫ লক্ষ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম শেষে সমিতির মৃত সদস্যদের রুহের মাগফেরাত এবং দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জানা যায়, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যান সমিতির প্রধান কার্যালয় শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান, জরুরী চিকিৎসা/কন্যা বিবাহ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ খাতে জেলা পর্যায়ে প্রয়োজন অনুযায়ী সমিতি সংশ্লিষ্টদের জন্যে এই অর্থ প্রেরণ করে থাকে যা বগুড়ায় প্রতি বছর সুষ্ঠুভাবে বিতরণ করে আসছে সমিতির জেলা কার্যালয়। গতবছরও সমিতির উদ্যোগে বগুড়ায় ৩৫৬ জনের মাঝে সমিতির কেন্দ্রীয় কার্যালয় থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ২১ লক্ষ ৫৫ হাজার ৯’শ টাকা অনুদান বিতরণ করা হয়েছিলো।