Doinik Bangla Khobor

বগুড়ার কাহালু অংশে নাগর নদী থেকে অবৈধ ভাবে মাটি বালু উত্তোলনের মহা উৎসব

বগুড়া প্রতিনিধি :
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের কালাই ঘোনপাড়া গ্রামের সাইফুল ইসলাম হাসু ও লিটন সরকারের নেতৃত্বে কালাই শিবতলা মহা শ্মশান সংলগ্ন নাগর নদী থেকে মাটি বালু উত্তোলনের চলছে মহা উৎসব। ভূমি ও বালু দস্যুরা নাগর নদীকে সাগরে পরিনত করছে। সরেজমিনে গিয়ে দেখা যায় অবৈধ ভাবে তিনটি ড্রেজার মিশিন দিয়ে দিন রাত বালু উত্তোলন করছে এবং একটি ভেকু মিশিন দিয়ে মাটি কাটছে। সারাদিন রাতে শত শত ট্রাক ভর্তি করে মাটি ও বালি নিয়ে যাচ্ছে। স্হানীয় এলাকার প্রতেক্ষ্যবাসী জানান, মাটি বালু উত্তোলনের কারনে হুমকির মুখে পড়ছে পাশের কালাই ঘোন পাড়া প্রাইমারি স্কুল ও উচ্চ বিদ্যালয়টি। স্থানীয় একজন শিক্ষক জানান, রাস্তা সব সময় ট্রাক চলাচলের কারণে কোমলমতি ছোট ছোট ছেলেমেয়েরা ঠিক মতো স্কুলে আসতে পারে না ট্রাকের শব্দে ঠিকমত ক্লাস নিতে পারে না এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে অনেকবার কিন্তু কোন পদক্ষেপ নেন না তারা। নাগর নদী রক্ষা কমিটি অজানা কারনে নিরব।
এলাকাবাসীর দাবি অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাগর নদীকে রক্ষা করতে রাজশাহী বিভাগীয় কমিশনার ও বগুড়া জেলা প্রশাসক মহোদয়, কাহালু উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।