বগুড়া সান্তাহারে ট্রাভেল ব্যাগে ১০ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

অন্যান্য

মুক্তারুজ্জামান,আদমদীঘি বগুড়া থেকে :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রাভেল ব্যাগ থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের জোড়া-লাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দুই টায় উপজেলার সান্তাহার স্টেশনের ৪ নম্বর প্লাটফরমের ওয়াক্তিয়া মসজিদের পাশে ট্রাভেল ব্যাগ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদে ভিত্তিতে সান্তাহার জংশন স্টেশনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি এপেক্স লেখা ট্রাভেল ব্যাগ উদ্ধার করা হয়। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৮ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম বলেন, কষ্টিপাথরগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.