Doinik Bangla Khobor

বগুড়ায় দুই সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে পুলিশের এস আই প্রত্যাহার

অনলাইন নিউজ ডেস্ক : দুই সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বগুড়া সদর থানার উপ পরিদর্শক(এস আই) নিরঞ্জনকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) রাতে পুলিশ সুপার তাকে প্রত্যাহারের আদেশ দেন।

জানা গেছে, রোববার (১২ এপ্রিল) রাত ৮টার দিকে ৭১ টেলিভিশনের সাংবাদিক শাজাহান আলী ও সময় টেলিভিশনের সাংবাদিক মাজেদ রহমান মোটরসাইকেল যোগে কাজে যাচ্ছিলেন। এসময় থানামোড়ে সদর থানার এসআই নিরঞ্জন তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায় হ্যান্ডকাফ লাগিয়ে তাদেরকে থানায় নিয়ে যায়। পরে থানায় বসে উভয় পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, দুই সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় পুলিশ সুপারের আদেশে এস আই নিরঞ্জনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।