Doinik Bangla Khobor

প্রধান বিচারপতি হিসেবে কট্টরপন্থি নেতাকে নিয়োগ দিলেন খামেনি

আন্তজাতিক ডেস্ক :
ইরানের প্রধান বিচারপতি হিসেবে কট্টরপন্থি ধর্মীয় নেতা গোলাম হোসাইন মোহসেনি ইজাইকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) তাকে এ পদে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক গোয়েন্দা মন্ত্রী গোলাম হোসাইন মোহসেনি ইজাই দীর্ঘদিন ধরেই বিচারপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির স্থালাভিষিক্ত হলেন। এতদিন প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন রাইসি।

এর আগে গত ১৮ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি। আগামী আগস্টের শুরুতে তার দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে। তিনিও আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্টজন বলে পরিচিত।

এক বিবৃতিতে নবনিযুক্ত প্রধান বিচারপতি মোহসেনি ইজাইয়ের প্রতি আহ্বান জানিয়ে আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, অপরাধ কমানো এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে।