Doinik Bangla Khobor

পরিবহনে চাঁদাবাজি বন্ধে কঠোর হতে বললেন আইজিপি

ডেস্ক রিপোর্ট :
পরিবহন খাতে মালিক ও শ্রমিক সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধে পুলিশকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
সভায় অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি না চালানো, মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখা, যে কোনো মূল্যে সড়কে শৃঙ্খলা বজায় রাখা বিষয়ে আলোচনা হয়। সড়ক সেক্টরে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক শ্রমিক সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান আইজিপি।

চট্টগ্রাম রেঞ্জ ডি আই জি জনাব খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম মহোদয় নির্দেশনা দিয়েছেন সড়কে চাঁদাবাজি সম্পুর্ন বন্ধ থাকবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।