Doinik Bangla Khobor

পটুয়াখালী বাউফলে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

এস আল-আমিন খাঁন পটুয়াখালী থেকে :
পটুয়াখালীর বাউফলে ডাল ফসলের উন্নত জাত বারি-৬ এর আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫-এপ্রিল-২০২২ ইং) তারিখ বেলা ১১টায় বাংলাদেশ কৃষি গবেষনা ইনষ্টিটিউটের সরেজমিন গবেষনা বিভাগের আয়োজনে উপজেলার কারখানা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারীপুর বিআরআই আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ছালেহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরেজিন গবেষনা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সহিদুল ইসলাম খান, ড. মো. কাজী নজরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা প্রিয়াংকা চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন বৈজ্ঞানিক মামুনুর রশিদ,শাহিন মাহমুদ,কর্মকর্তা নন্দ দুলাল কুন্ড,অব: ব্যাংক কর্মকর্তা মো. শাহিন ফকির, পটুয়াখালী রিপোর্টাস কাবের সভাপতি ও আনন্দ টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি এম. নাজিম উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, বাংলাদেশের মধ্যে সবেচেয়ে বেশি মুগডাল উৎপাদন হয় পটুয়াখালীতে। সকল প্রকার ডাল উৎপাদানে এ জেলার কৃষকদের এগিয়ে আসার আহবান জানান।

কৃষকদের সাথে কথা বলে জানাগেছে, আধুনিক এই কলাকৌশলের মাধ্যমে বিগত দিনের তুলনায় এবার দ্বীগুন ফসল হয়েছে এতে তারা লাভবান হবেন।আগামীতে আরও সুন্দর ভাবে এই চাষ পদ্ধতির মাধ্যমে কৃষকের মুখে হাসি ফুটবে বলে জানান।