Doinik Bangla Khobor

নূতন কাপড় কিনতে গিয়ে, কাফনের কাপড় না কিনে ফেলি।-আলহাজ্ব ওমর ফারুক

শাহ ফয়সাল কারীম :
কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি
আলহাজ্ব ওমর ফারুখ বলেন ঈদের বাজার কি জীবনের থেকেও দামি। এইবার নূতন কাপড়, জুতা না পড়লে কি ঈদ হবেনা। আমরা কি জানি এদেশের কত পারসেন্ট মানুষ পুরোনো কাপড় পরে ঈদের দিন পার করে। কোরমা, পোলাউ তো দুরের কথা, পেটভরে একটু ভাত খেতে পারলেই তারা খুশী। তাই কাদের জন্য দোকান বা শপিংমল খুলতে হবে?
নূতন কাপড় কিনতে গিয়ে, কাফনের কাপড় না কিনে ফেলি।
প্রানপ্রিয় প্রধান মন্ত্রী, দয়াকরে দোকান পাট না খোলার সিদ্ধান্তে আসা যায় কিনা। দয়াকরে একটু ভেবে দেখবেন। করোনার বর্তমান অবস্থা ,আপনার আমাদের থেকে ভালো জানা আছে।