Doinik Bangla Khobor

নির্বাচন কমিশনকে অযোগ্য বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ডেস্ক রিপোর্ট:
নির্বাচন কমিশনকে অযোগ্য বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা করতে এই কমিশন একেবারেই ব্যর্থ এবং অযোগ্য। তার প্রমাণ, পূজার দিনে তারা সিটি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছিল। যেখানে নির্বাচনী কেন্দ্র সেখানে পূজা হয়। এতে করে বড় ধরনের সমস্যা হতে পারতো। নির্বাচন কমিশনের অযোগ্যতার কারণেই এ সমস্যা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

জিয়াউর রহমান খুব অল্প সময়ে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে দাবি করেন তিনি।

ইভিএমে নির্বাচন করা মানে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার আরেকটা অপকৌশল বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, খুব অল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়।