Doinik Bangla Khobor

ঢাকা আশুলিয়ায় ম্যাজিস্ট্রেটের উপর হামলার ঘটনায় মামলা, মাস পেরোলেও গ্রেপ্তার হয়নি কেউ

মানসুরা আক্তার কাকলী :
আশুলিয়ায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সামাজিক দুরুত্ব বজায় রাখার লক্ষ্যে বাজার পরিদর্শনে গেলে পুর্ব পরিকল্পিতভাবে আশুলিয়া রাজস্বসার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের ওপর হামলা করেছে অসাধু ব্যবসায়ীরা। এঘটনায় গত ৬ মে আশুলিয়া রাজস্বসার্কেলের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (নাজির) ইকবাল হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ৪৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
এদিকে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার ঘটনায় গত ১০ মে (রবিবার) সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা পারভেজুর রহমানসহ পুলিশের উদ্ধোতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।