Doinik Bangla Khobor

ঢাকার সাভার আশুলিয়া থেকে শিশু খাদ্যের আড়ালে হেরোইন পাচারকালে আটক ২

বিশেষ প্রতিনিধি :
ঢাকার অদূরে সাভার ও আশুলিয়া থেকে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য সামগ্রীর আড়ালে পাচার হয়ে আসা দেড় কোটি টাকা মূল্যের দেড় কেজি হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও আশুলিয়ায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে র‌্যাব-২।
আটকেরা হলেন, সৈবুর রহমান (৩২) ও নাজমা আক্তার (২৮)।
অভিযান পরিচালনাকারী র‌্যাব-২ এর কমান্ডার (এসপি) মুহম্মদ মহিউদ্দিন ফারুকী মোবাইল ফোনে বলেন, আসামিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য পাঠানোর আড়ালে হেরোইন পাচার করে আসছে।তারা এলাকায় স্বামী-স্ত্রী হিসেবে ভাড়া বাসায় বসবাস করে আসছে। স্বামী রাজমিস্ত্রী ও স্ত্রী গার্মেন্টস এ কাজ করে জানালেও প্রকৃত অর্থে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান মহিউদ্দিন ফারুকী।।।এদিকে সাবার হেমায়েতপুরের একটি সুএ থেকে জানা যায় এদেরসাথে জরিত অাছে রাঘোবোয়াল এরা ।
জারা সব সময়ে দোয়া ছোঁয়ার বইরে থাকেন।