Doinik Bangla Khobor

চুয়াডাঙ্গায় বসত বাড়ি/ভিটা ভাঙ্গনের দুশচিন্তায় নির্ঘুম রাত কাটাচ্ছে ১০টি পরিবার

বিশেষ রিপোর্ট :
চুয়াডাঙ্গা সদর পৌরসভার সুমিরদিয়া- ডাঙ্গাপাড়ায় প্রভাবশালী ভূমিদস্যু কালাম মিয়া ড্রেজার দিয়ে চলতি বছর ৫০ ফিট গভীর পুকুর খনন করে ভাটায় মাটি বেচে। পুকুর খননের সময় কোন নিয়মনীতি না মেনে দুই ধারের রাস্তা এবং পাশের ১০ টি পরিবারের বসত ভিটার পাশে না বেঁধে
মাটি কেটে বিক্রি করে দেয়। জৈনক ব্যক্তি নানান রকম হুমকি ধামকির ফলে গরীব পরিবার গুলো গত মার্চ মাসে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, বরাবর অভিযোগ দায়ের করলেও প্রশাসন আজ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহন করেনি। ইতোমধ্যে দুই দিকের রাস্তা এবং পুকুর পাড়ের বসত ভিটা ভেঙ্গে পুকুরে মধ্যে চলে গেছে এবং যে কোন সময় আশেপাশের বসত বাড়ি ভেঙ্গে পুকুরের মধ্যে চলে যেতে পারে। ভুক্তভোগী দের সাথে কথা বলে জানা যায় তিনারা অনেক গরীব অনেক কষ্টে ৩০ বছর আগে জমি কিনে বাড়ি তৈরি করেছে আর প্রতি বছর ভূমিদস্যু একই এলাকার কালাম মিয়া ড্রেজার দিয়ে মাটি কাটতে কাটতে আমাদের বসত ভিটার মাটি রাস্তার মাটি কেটে ভাটায় বিক্রি করে দিয়েছে।কোন প্রতিবাদ করতে গেলে আমাদের কে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি স্যার। আর এক ভুক্তভোগী কান্না জড়িত কন্ঠে বলছিলেন এখন চুয়াডাঙ্গা
জেলা প্রশাসক স্যার যদি তাড়াতাড়ি ব্যবস্থা না নেই আমাদের অনেক কষ্টের বসত ভিটা বাড়ি সব কিছু হাড়িয়ে পথে বসতে হবে।